আজ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঈশ্বরদীতে প্রেমের বলি হলো হৃদয় নামের এক যুবক

এস এম রাজা:আজ ১৩ সেপ্টেম্বর’২০ (রবিবার) দুপুরে ঈশ্বরদী পৌর এলাকার তালতলা নামক স্থানে হৃদয় (২২) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। সে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলাম পাড়ার হালিমের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, তালতলা এলাকার খোদেজা নামের একটি মেয়ের সাথে নিহত হৃদয়ের প্রেমঘটিত সম্পর্ক চলছিল। এই সম্পর্কের বিষয়টি জানাজানি হয়ে গেলে মেয়ের অভিভাবকরা ক্ষিপ্ত হয় এবং কৌশলে হৃদয়কে ডেকে এনে একটি বাঁশঝাড়ের মধ্যে হাত-পা বেঁধে কয়েকজন মিলে অমানসিকভাবে পিটিয়ে হত্যা করে। হৃদয়ের মৃত্যু নিশ্চিত হওয়ার পর বিষয়টি অন্য খাতে প্রবাহিত করার জন্য তার লাশ ঈশ্বরদী উপজেলা হাসপাতালে রেখে তারা পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে ঈশ্বরদী থানা পুলিশ নিহত হৃদয়ের লাশ পুলিশ হেফাজতে নেয়। এ সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের করা হয়নি তবে মামলা দায়ের করা এবং ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :