আজ ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঈশ্বরদীতে ধানের শীষের প্রচারণায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, ছুরিকাঘাতে ২ জন আহত

এস এম রাজা।।
পাবনা-৪ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনী প্রচারণায় যোগ দিতে এসে পাবনা জেলা যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুইজন ছুরিকাঘাত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সাহাপুর এলাকায় এঘটনা ঘটে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ধানের শীষের প্রচারণায় অংশ নিতে কেন্দ্রীয় বিএনপি নেতা আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকনসহ বিএনপি নেতৃবৃন্দ সোমবার ঈশ্বরদীতে আসেন। ঈশ্বরদী শহরে পথসভা ও গণসংযোগ শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিকাল ৩টায় হাবিবুর রহমান হাবিবের গ্রামের বাড়ি সাহাপুরের বাসভবনে যান।নেতাদের সঙ্গেই ছিলেন পাবনা জেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ। সাহাপুরে মধ্যহৃভোজের পর পরই পাবনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিমেল রানার সমর্থকদের সঙ্গে পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট সমর্থকদের মধ্যে কথাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এতে ছুরিকাঘাত হয়ে পাবনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিমেল রানা ও পাবনা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন আহত হন। এছাড়াও এসময় আরো বেশ কয়েকজন কিলঘুষি ও ধ্বস্তাধস্তিতে আহত হন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :