শিরোনাম :
চুয়াডাঙ্গার দর্শনা মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ
Padma Sangbad

দৈনিক পদ্মা সংবাদ।।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাড়াদি সীমান্তবর্তী মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে ওয়াজেল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। গত সোমবার দুপুরে সীমান্তবর্তী মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন। আজ মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হলে বৃদ্ধের মরদেহ দেখতে উৎসুক জনতা নদীর কাছে ভিড় জমান। তাকে উদ্ধার করতে দর্শনা ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে সকাল ১১টা পর্যন্ত তার মরদেহ নদীতে কোথাও দেখা যায়নি। নিখোঁজ ওয়াজেল হোসেন উপজেলার পারকৃঞ্চপুর-মদনা ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত আক্কাস মণ্ডলের ছেলে। দামুড়হুদা উপজেলার দর্শনা ফায়ার সার্ভিস অফিসের ফায়ারম্যান হৃদয় বিশ্বাস জানান , মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল পাঠানো হয়েছে।।
Tag :