অনলাইন ডেস্ক।
বেসরকারি প্রতিষ্ঠানে করোনা পরীক্ষা করিয়ে কোভিড-নেগেটিভ সনদ নেয়া ৩২ জনকে বোর্ডিং পাস দেয়নি সাউদিয়া (সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স)। তাদের রেখেই ফ্লাইটটি ঢাকা ছেড়ে সৌদির উদ্দেশে রওনা হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, শনিবার সন্ধ্যা ৬টা ৫৪ মিনিটে এসভি-৩৮০৭ ফ্লাইটটি ঢাকা ছেড়ে যায়।
ফ্লাইট মিস করা এক যাত্রী বলেন, টিকিট সংগ্রহের সময় বলা হয়নি যে মহাখালী করোনা পরীক্ষা সেন্টার থেকে পরীক্ষা করতে হবে। তাই আমি এনাম মেডিকেল সেন্টার থেকে করোনা পরীক্ষা করাই। এখন এসে শুনি আমাদের যেতে দেবে না। এদিকে ফ্লাইট চলে গেলেও ৩২ জন বিমানবন্দরের ভেতরেই আছেন।
Leave a Reply