এস এম রাজা ।। গত ২ অক্টোবর সন্ধ্যায় ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের খয়ের বাড়ীয়াতে ডিডিপির অঙ্গপ্রতিষ্ঠান ডিডিপি খয়ের বাড়িয়া বাউল শিল্পী গোষ্ঠীর আত্মপ্রকাশ ও বাউল সংগীতের আসর অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ডিডিপি খয়ের বাড়িয়া বাউল শিল্পী গোষ্ঠীর আত্মপ্রকাশ ও কার্যক্রম উদ্বোধন করেন ডিডিপির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার ও শিল্পী এস এম রাজা। বাউল কবি সাদেক আলী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শুকুর আলী, সুধীর কুমার রায়, হায়দার আলী, সরোয়ার হোসেন, শফিকুল ইসলাম প্রমুখ।
পরে বাউল সংগীতের আসরে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী এস এম রাজা, সাদেক আলী বাউল, শুকুর আলী বাউল, হায়দার আলী বাউল, ইমাদুল ইসলাম রুপা, শহিদুল বাউল, বাউল রুহুল আমিন বাবু, শামসুল আলম বাউল, মজিবুর রহমান বাউল, নাজিম উদ্দিন বাউল, আজাদ বাউল,সহিদুল বাউল, হাসেম পাগলা, রুমানা বাউল, সুবল বাউল প্রমুখ। প্রচুর সংখ্যক দর্শক শ্রোতা ও ভক্তবৃন্দ গভীর রাত অবধি অনুষ্ঠান উপভোগ করেন। উল্লেখ্য,ডিডিপি খয়ের বাড়িয়া বাউল শিল্পী গোষ্ঠী ডিডিপির পঞ্চম তম অঙ্গ প্রতিষ্ঠান।
Leave a Reply