শিরোনাম :
কালীগঞ্জে ছাত্রদলের তিন ইউনিটের কমিটি ঘোষণা
Padma Sangbad

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালীগঞ্জ উপজেলার তিনটি ইউনিটের কমিটি ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এস.এম সমিনুজ্জামান সমিন ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক স্বাক্ষরিত ছাত্রদলের দলীয় প্যাডে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের কমিটিতে মারুফ বিল্লাহকে আহবায়ক ও মৌসুম উদ্দিন শোভনকে সদস্য সচিব, পৌর শাখায় জুয়েল রানাকে আহবায়ক ও তরিকুল ইসলামকে সদস্য সচিব ও মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ শাখায় সাজিদ হাসান জনিকে আহবায়ক ও কামরুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
সকল কমিটি ২১ সদস্য বিশিষ্ট ঘোষণা করা হয়েছে। এছাড়াও নব নির্বাচিত নেতৃবৃন্দকে আগামী ৬০ দিনের মধ্যে তার অধীনস্থ ইউনিট কমিটি গঠন করে জেলা ছাত্রদলের নিকট জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।।