আজ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদীতে ডুবে যাওয়া ১৮ দিন পরে বৃদ্ধের লাশ উদ্ধার

মোঃআব্দুর রহমান অনিক।।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী এলাকা বাড়াদি গ্রামের মাথাভাঙ্গা নদীতে ডুবে যাওয়া বৃদ্ধের লাশ উদ্ধার। পার্শ্ববর্তী দেশ ভারতীয় পুলিশের মাধ্যমে ১৮ দিন পর মৃত ওয়াজেদ আলীর লাশ ফেরত পেল পরিবার- পরিজন । বৃহস্পতিবার দুপুরে দর্শনা জয়নগর চেকপোস্ট সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে এ লাশ হস্তান্তর করা হয়। বিজিবি সূত্রে জানা যায় , ভারতের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার এসআই রাজেন্দ্র কুমার মল্লিক দীর্ঘ ১৮ দিন পর লাশ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন। বাংলাদেশের পক্ষ থেকে লাশ গ্রহন করেন দর্শনা থানার এসআই শরীফুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএসএফ গেঁদে ক্যাম্পের কমান্ডার এসি নগেন্দ্র নাথ, বিজিবির দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ আব্দুল বারেক মোল্লা, হাবিলদার মিজানুর রহমান, মৃত ওয়াজেদ আলীর ছেলে মাওলানা রুহুল আমীন সহ নিকট আত্মীয় স্বজনরা। এদিকে দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সীমান্তবর্তী এলাকা কামারপাড়া বারাদির বিজিবি ক্যাম্পের পাশে ওয়াজেদ আলী গত ২১ সেপ্টেম্বর দুপুর ২ টায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।
নদীর স্রোতে লাশ ভেসে ভারতের অভ্যন্তরে চলে যায়।
স্থানীয় এলাকাবাসী নদীতে অনেক খোজাখুজির পরেও তার কোনো খোঁজ পায়নি। পরে দর্শনা ফায়ার সার্ভিসের একটি একটি টিম এসে দীর্ঘক্ষন খোঁজাখুঁজি করেন। নিখোঁজ ওয়াজেদ আলীকে না পেয়ে এসময় দর্শনা ফায়ার সার্ভিসের সাব অফিসার হাফিজুর রহমান বলেন, এখানকার পরিস্থিতি দেখে মনে হচ্ছে লাশটি ভেসে ভারতে চলে গেছে। বিষয়টি বাংলাদেশ-ভারত সীমান্ত বলে পরবর্তীতে আর কোন খোঁজার সুযোগ হয়নি।
বিএসএফ জানায়, ২৮ সেপ্টেম্বরের সকালে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার স্বর্ণখালি দক্ষিণ পাড়া ঘাটে মাথাভাঙ্গা নদিতে ওই বৃদ্ধের মৃতদেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয় লোকজন কৃষ্ণগঞ্জ থানা পুলিশ কে খবর দিলে দ্রুত
মৃতের পরিচয় জানার চেষ্টা করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। এরপর ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। মৃতের পরিচয় জানতে বিভিন্ন থানা সহ সোশ্যাল মিডিয়ায় ছবি পাঠানো হয়। সেই ছবির সূত্রে ধরে অবশেষে মৃতদেহটি সনাক্ত করা হয়েছে। পানিতে ডুবে যাওয়া ওয়াজেদ আলীর লাশ ভারতের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানা পুলিশ কৃষ্ণনগর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করে আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত দিয়েছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :