আজ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাতে আর পড়বে না পেঁয়াজ! হু হু করে বাড়ছে দাম, আরও বাড়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক।।
হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম। উৎসবের মরশুমে কি তবে পাত থেকে উধাও হয়ে যাবে পেঁয়াজ! আমিষ রান্নার অন্যতম প্রয়োজনীয় উপাদানের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশের সব থেকে পেঁয়াজের মাণ্ডি মহারাষ্ট্রের লাসলগাঁওতে গত কয়েকদিনে অনেকটাই বেড়েছে পেঁয়াজের দাম। জানা যাচ্ছে, আগামী কয়েকদিনে পেঁয়াজের দাম ফের বাড়বে। কারণ দেশের বহু অংশে অতি বৃষ্টির জেরে ফসল নষ্ট হয়েছে। মহারাষ্ট্রের লাসলগাঁওতে গত তিনদিনে কুইন্টাল প্রতি পেঁয়াজের দাম বেড়েছে ৬০০ টাকা। গত তিনদিনে এক কুইন্টাল পেঁয়াজের দাম ৩৮০০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৪০০ টাকা। ছোট এবং খারাপ পেঁয়াজের দামও কুইন্টাল প্রতি ২০০-৩০০ টাকা বেড়েছে। আগামী দু-তিন মাস পেঁয়জের দম বৃদ্ধি হবে বলে জানা যাচ্ছে।

জানা যাচ্ছে, এই সময় কর্ণাটক থেকে লাল পেঁয়াজ যায় সারা দেশের বিভিন্ন জায়গায়। কিন্তু এবার অতিবৃষ্টির জন্য কর্ণাটকে পেঁয়াজ চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে লাল পেঁয়াজের জোগান তেমন নেই। নতুন ফসল তুলতে আরও অন্তত তিন মাস দেরি। ততদিন পেঁয়াজের দাম চড়া থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :