আজ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কোটচাঁদপুরে গলায় ওড়না পেচিয়ে গৃহবধূর আত্মহত্যা

মোঃ শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার।।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ৩ নং কুশনা ইউনিয়নের আলোকদিয়া গ্রামে সেলিনা আক্তার (১৯) নামের এক গৃহবধু গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। তিনি গ্রামের রুবেল হোসেনের স্ত্রী।
থানা ও পারিবারিক সূত্রে যায়, যশোর বাবলা তলা গ্রামের মৃত আঃ খালেকের মেয়ে সেলিনা আক্তার দীর্ঘদিন দুরারোগ্য মানষিক রোগে আক্রান্ত ছিলেন।
(১৩ই অক্টোবর) রবিবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে সকলের অজান্তে নিজ গৃহে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম ঘটনাস্থলে যেয়ে লাশের সুরতহাল রির্পোট তৈরী করে থানায় নিয়ে আসে।
নিহত গৃহবধুর ভাই ইব্রাহিম ইসলাম জানান, পারিবারিক ভাবে তারা সুখে শান্তিতে ছিল, বোনটা দীর্ঘ দিন ধরে অসুস্থ্য থাকায় এমনটা হতে পারে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান বলেন, রুবেল হোসেন ও তার স্ত্রীর মধ্যে কোন ধরণের সমস্যা আমাদের চোখে পড়েনি।
ঘটনাটির তদন্ত কর্মকর্তা এস আই মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন জানতে পেরে গৃহবধুর লাশ থানায় আনা হয়েছে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :