আজ ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দাশুরিয়া মাতৃমন্দিরে জনতা ব্যাংকের বিশ হাজার টাকা অনুদান প্রদান

এস এম রাজা।। আজ ২৪ অক্টোবর ‘২০ সকালে জনতা ব্যাংকের উদ্যোগে দাশুড়িয়া কলেজপাড়া মাতৃমন্দিরে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক অজিত কুমার পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর এরিয়া অফিসের ডিজিএম মোঃ আব্দুর রাজ্জাক, পাবনা এরিয়া ইনচার্জ মোঃ আব্দুল হামিদ (এজিএম) ঈশ্বরদী কর্পোরেট শাখার এজিএম মোঃ জাহাঙ্গীর হোসেন জোয়ার্দার, পাবনা কর্পোরেট শাখার এজিএম মোঃ নজরুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি আবু বাসার সিদ্দিকী, দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সর্দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাশুড়িয়া কলেজপাড়া মাতৃ মন্দিরের সভাপতি বিপুল রন্জন সরকার। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনতা ব্যাংক দাশুড়িয়া শাখার ব্যবস্থাপক মোঃ খালেদ সাইফুল্লাহ। এছাড়াও দাশুড়িয়া বাজার শাখার কর্মকর্তা মনিরুল আলম শামীম, মোহাম্মদ শফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি অজিত কুমার পাল মন্দির কমিটির সভাপতির হাতে বিশ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :