চুয়াডাঙ্গা প্রতিনিধি:দুর্গাপূজা উপলক্ষে চুয়াডাঙ্গা সীমান্তে মিষ্টি উপহার দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় দর্শনা চেকপোস্ট সীমান্তের শূন্য রেখায় গেঁদে ক্যাম্পের বিএসএফ’র হাতে মিষ্টি তুলে দেন বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল বারেক।
এতে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে জানান বিজিবি কমান্ডার।
এ সময় আরও উপস্থিত ছিলেন, দর্শনা আইসিপি কমান্ডার হাবিলদার মোস্তাফিজুর রহমান, বিএসএফ’র গেঁদে আইসিপি কমান্ডার এম এন ঘোষ সহ প্রমুখ।।
Leave a Reply