নাটোর প্রতিনিধি।।
নাটোরের লালপুর ও বড়াইগ্রাম সিমান্তবর্তী এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।সোমবার সকালে নাটোর পাবনা মহাসড়কের গোধুরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন-পাবনা জেলার চাটমহর উপজেলার আব্দুল মান্নানের স্ত্রী জোস্না বেগম (৫০) ও তার মেয়ে রোজিনা খাতুন (৩২)।পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে পাবনা থেকে রাজশাহীগামী চঞ্চল পরিবহন বাস গোধুরা নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে দুজন নিহত হয় এবং ১০ জন আহত হয়।বিষয়টি নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।।
Leave a Reply