চুয়াডাঙ্গা প্রতিনিধি।। “আমাদের স্বপ্ন কুষ্ঠমুক্ত বাংলাদেশ” এ শ্লোগানকে ধারন করে চুয়াডাঙ্গায় কুষ্ঠ রোগ বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ইম্প্যাক্ট ফাউন্ডেশনের প্রশাসক ডা. শফিউল কবিরের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি,সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, স্থানীয় দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা সহ প্রমুখ।
সভায় জানানো হয় কুস্ঠ রোগ কোন মরণব্যাধী নয়। নিয়মিত ৬ মাস থেকে ১ বছরের চিকিৎসায় ভাল হয়। জেলায় বর্তমানে ২৪ জন কুষ্ঠ রোগী সনাক্ত হয়েছে। সভায় ২৫ জন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক অংশ নেয়।
Leave a Reply