June 20, 2024, 4:27 am

ফ্রান্সে মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে চুয়াডাঙ্গার হিজলগাড়ী বাজারে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ

সেলিম রেজা,চুয়াডাঙ্গাঃ
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে
কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা হিজলগাড়ী তোহিদ জনতা।শুক্রবার (৩০ অক্টোবর) জুম্মার নামাজ শেষে হিজলগাড়ী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।বিক্ষোভ মিছিলটি বের হয়ে হিজলগাড়ী কেরু ফার্ম প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা হিজলগাড়ী বাজারে ত্রিমনিতে অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হিজলগাড়ী বহুমুখী হাফিজিয়া ক্বওমী মাদ্রাসা ও লিল্লাহি বোডিং এর প্রধান শিক্ষক মুফতি আনোয়ার হোসেন। তিনি বলেন-ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ ( সা.) কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের ঘটনা আমরা মেনে নিতে পারি না মুসলমান হয়ে।

‘ফান্সে সরকারের প্রত্যক্ষ মদদে ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। এর প্রতিবাদে আজ আমরা জুম্মার নামাজ আদায় করে প্রক্ষোর রৌদে সড়কের উপর দাঁড়িয়ে সমবেত হয়েছি। শুধু ফ্রান্সে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার নিন্দা জানাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিথি সরকার প্রকাশ্যে রাসুল (সা.) এবং ইসলাম ধর্মকে অবমাননা করেছে। আমরা তার শাস্তি দাবি করছি। সেই সঙ্গে ইসলামকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিয়া রহমান ব্যঙ্গাত্মকভাবে কথা বলেছেন। আমরা এসবের নিন্দা জানাচ্ছি এবং এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। ফ্রান্সের বয়কট ও ফ্রান্সের পণ্য বর্জনের আহবান জানাচ্ছি।আরো সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-হিজলগাড়ী জামে মসজিদে সম্মানিত ইমাম মোঃ মেহের আলী, মুয়াজ্জিন মোঃ আব্দুল খালেক, হাফেজ খালিদ হাসান, এলামুল ইসলাম,শাহিন আহম্মেদ, আব্দুল হাকিম, আব্দুল রশিদ প্রমুখ। এছাড়াও বলদিয়া জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে হিজলগাড়ী ত্রিমনিতে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত প্রতিবাদে বক্তব্য রাখেন আব্দুল রশিদ, জালাল উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :