May 2, 2024, 5:24 pm

আটোয়ারীতে “ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম” শীর্ষক স্কিমের আওতায় ৫ দিনব্যাপী শিক্ষকগণের প্রশিক্ষন শুরু

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতেও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রেগ্রাম এর “ ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম” শীর্ষক অনুমোদিত স্কিমের আওতায় মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদরাসা,কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের শিক্ষাক্রম ২০২১ বিস্তরণ বিষয়ক ৫দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। প্রশিক্ষণ উইং, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর,ঢাকা’র আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে শুক্রবার (৬ জানুয়ারি) আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় । উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন জানান, প্রশিক্ষণ কার্যক্রম আজ শুক্রবার ৬ জানুয়ারি শুরু হয়েছে। প্রশিক্ষণ চলবে শনিবার ৭ জানুয়ারি, শুক্রবার ১৩-শনিবার ১৪ ও রবিবার ১৫ জানুয়ারি। প্রশিক্ষনের বিষয়সমুহ হলোঃ বাংলা, ইংরেজি, গণিত, শিল্প ও সংস্কৃতি, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, স্বাস্থ্য ও সুরক্ষা, জীবন ও জীবিকা, ডিজিটাল টেকনোলজি। মোট ৬৪ শিক্ষা প্রতিষ্ঠানের ৬৪৭ জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষনে অংশ গ্রহন করেন। মাউশি’র মনিটরিং কর্মকর্তা হিসেবে জেলা শিক্ষা অফিসার মোঃ শাহীন আকতার প্রশিক্ষন ভেন্যু মনিটরিং করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :