April 18, 2024, 9:41 pm

আটোয়ারীতে মহান আল্লাহ, বিশ্ব নবী (সা:) সম্পর্কে কটুক্তিকারী অবশেষে আদালতে আত্মসমর্পণ

মো: ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে বহুল সমালোচিত মহান আল্লাহ, বিশ্বনবী (সা:) ও পবিত্র কুরআন সম্পর্কে কটুক্তি সহ অবমাননাকারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের দাড়খোর গ্রামের জিয়ার উদ্দীনের পুত্র এলাকার চিহ্নিত ফেনসিডিল ব্যবসায়ী ফয়জুল হক (৪৫) অবশেষে আদালতে আত্মসমর্পন করেছে। ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানাগেছে, দাড়খোর গ্রামের জিয়ার উদ্দীনের পুত্র এলাকার চিহ্নিত ফেনসিডিল ব্যবসায়ী ফয়জুল হক (৪৫) বেশ কিছু দিন হতে হাট-বাজার সহ জনসমাগম স্থলে মহান রাব্বুল আল আমিন আল্লাহ তায়ালা ও বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা:) কে অস্বীকার করে তাঁদের সম্পর্কে নানান কটুক্তি সহ পবিত্র কোরআন শরীফকে অবমাননাকর কথা বলে আসছিল। এঅবস্থায় ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় দাড়খোর ডুংডুংগী বাজারে প্রকাশ্য এরুপ কথা-বার্তা বলতে থাকলে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লীগণ এর প্রতিবাদ জানায় এবং পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই সবার চোখ ফাঁকি দিয়ে ফয়জুল চম্পট দেয়। আটোয়ারীসহ আশ-পাশ এলাকায় ধর্মপ্রাণ মুসল্লীগণ ফুঁসে উঠে। প্রায় দুই শতাধিক বিক্ষুব্ধ ধর্মপ্রাণ মুসল্লী ওই রাতেই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে ওই কুলাঙ্গারকে দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জোড় দাবী জানায়। পরে উপজেলা নির্বাহী অফিসার মো: মুসফিকুল আলম হালিম এর আশ্বাস পেয়ে মুসল্লীরা ঘরে ফিরেন। এ ব্যাপারে আটোয়ারী থানায় ফয়জুলের বিরুদ্ধে মামলা হয়। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য সাঁড়াশি অভিযান চালাতে থাকে। পুলিশী অভিযানে শেষ রক্ষা না পাওয়ার আশঙ্কায় কুটুক্তিকারী ফয়জুল হক অবশেষে বুধবার (২১ সেপ্টেম্বর) পঞ্চগড় আদালতে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। এলাকার সুশীল সমাজের মতে ফয়জুল হক গণপিটুনীর হাত হত রক্ষা পেতে স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেছে। আদালতে আত্মসমর্পনের বিষয়টি আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: সোহেল রানা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :