April 19, 2024, 12:16 pm

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬২

দৈনিক পদ্মা সংবাদ।
visit for latest bangla update news 24/7 www.padmasangbad.com

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৬২ জন হয়েছে। এতে আহত হয়েছেন কয়েকশ মানুষ।

স্থানীয় সময় সোমবার (২১ নভেম্বর) সকালে পশ্চিম জাভা দ্বীপে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। খবর বিবিসির।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে এএফপি জানিয়েছে, শক্তিশালী এ ভূমিকম্পে অন্তত ১৬২ জনের মৃত্যু হয়েছে।

দেশটির জিওফিজিক্স এজেন্সি (বিএমকেজি) জানিয়েছে, পশ্চিম জাভার সিয়ানজুড় শহরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীর ভূমিকম্পটির উৎপত্তি। এতে সুনামির কোনো সম্ভাবনা তৈরি হয়নি।

সিয়ানজুর প্রশাসনের প্রধান হেরমান সুহেরমান সাংবাদিকদের বলেন, জানা গেছে অধিকাংশ ভুক্তভোগীই ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়ে শরীরে আঘাত পেয়েছেন। ভূমিকম্পে ৭০০ জনের বেশি মানুষ আহত হয়েছে।

আরও খবর। জাজিরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ঘর পুড়ে ভস্মীভূত

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। সেখানকার সিয়ানজুর শহর ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

বিএমকেজি জানিয়েছে, ভূমিকম্পের পর থেকে পরবর্তী দুই ঘণ্টায় ২৫টি পরাঘাত রেকর্ড করা হয়েছে। ভারি বৃষ্টি হলে ভূমিধসের সম্ভাবনা আছে বলে সতর্ক করেছে তারা।

আরও পড়ুন: বিহারে পূণ্যার্থীদের ভিড়ে নিয়ন্ত্রণ হারানো ট্রাক, নিহত ১২

২৭ কোটি মানুষের দেশ ইন্দোনেশিয়া প্যাসিফিক রিং অব ফায়ার-এর ওপর ছড়িয়ে থাকা কয়েক হাজার দ্বীপ নিয়ে গঠিত। এ অঞ্চলটিতে ভূত্বকের কয়েকটি পৃথক টেকটোনিক প্লেট এসে মিলিত হওয়ায় এখানে ঘন ঘন ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।

একাত্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :