April 25, 2024, 6:11 am

করোনা টিকা নিয়ে এখন পর্যন্ত ৬৩০ জনের পার্শ্বপ্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক।।
বাংলাদেশে চলছে করোনার টিকাদান কর্মসূচি। গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট টিকা নিয়েছেন এক লাখ ৮২ হাজার ৮৯৬ জন। তাদের মধ্যে মাত্র ২১ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া (যেমন জ্বর, টিকা দেওয়া স্থানে লাল হাওয়া ইত্যাদি) দেখা গেছে। এ নিয়ে মোট পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৬৩০ জনের। আজ মঙ্গলবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এখন পর্যন্ত টিকা নিয়েছেন ২৪ লাখ ৯১ হাজার ৫৩ জন। এছাড়া এ পর্যন্ত করোনার টিকা নিতে অনলাইনে নিবন্ধন করেছেন ৩৬ লাখ ৯১ হাজার ২৩৫ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় টিকা নেওয়া এক লাখ ৮২ হাজার ৮৯৬ জনের মধ্যে পুরুষ এক লাখ ১৫ হাজার ৩১৮ জন এবং নারী ৬৭ হাজার ৫৭৮ জন। বিজ্ঞতিতে জানানো হয়, ঢাকা বিভাগে ৬২ হাজার ২৩৯ জন। ময়মনসিংহ বিভাগে ৮ হাজার ১৮১ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ হাজার ৭০৮ জন, রাজশাহী বিভাগে ১৮ হাজার ৬৫১ জন, রংপুর বিভাগে ১৫ হাজার ৭৬৫ জন, খুলনা বিভাগে ২২ হাজার ৮১৬ জন, বরিশাল বিভাগে ৮ হাজার ৪৪৩ জন ও সিলেট বিভাগে ৯ হাজার ৮৬ জন রয়েছেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :