May 5, 2024, 1:04 am

‘কারার ওই লৌহ-কপাট’ এর সুর বিকৃতি : ক্ষুব্ধ সংগীতশিল্পী ও নেটিজেনরা

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যশোরের চৌগাছার গরিবপুরের কাহিনী নিয়ে বলিউড নির্মাতা রাজা কৃষ্ণা মেনন ‘পিপ্পা’ সিনেমা তৈরি করেছেন এটা এখন কারো অজানা নয়। কয়েকদিন ধরেই দেশের গণমাধ্যমে এ বিষয়টি বেশ আলোচনায়। এবার এ সিনেমার একটি গান নিয়ে শুরু হয়েছে হৈ চৈ।

আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ-কপাট’ গানটি ব্যব্হৃত হয়েছে এ সিনেমায়। যার সুর করেছেন এ আর রহমান। দারুণ বিতর্কের মুখে এখন এ এই গায়ক ও সুরকার। বেজায় ক্ষুব্ধ হয়েছেন শ্রোতারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝড়। নিন্দা জ্ঞাপন।
অভিযোগ সুর বিকৃতির। যে কারণে এ আর রহমানের প্রতি আশাহত হয়েছেন দুই বাংলার শ্রোতারা। নেটিজেনরা লিখছেন যে গান বাংলাদেশের স্বাধীনতার মতো বিষয়ের সঙ্গে জড়িত, যা মহান বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জাগায়। তাকে নষ্ট করার অধিকার কারো নেই। এ আর রহমানের মতো শিল্পীর কাছ থেকে এটা কাম্য নয়।’
কেউ লিখেছেন , ‘হোক প্রতিবাদ, হোক কলরব। এতটা স্বাধীনতা শুধু স্পর্ধা নয়, দুস্পর্ধা।’
সাধারণ শ্রোতা ছাড়াও কলকাতার সংগীতশিল্পীরাও এ বিষয়ে সরব হয়েছেন। বিরক্তি প্রকাশ করেছেন হৈমন্তী শুক্লার মতো শিল্পীও।

বিষয়টি নিয়ে জোর চর্চা চললেও এখনো নিরব এ আর রহমান। সিনেমার নির্মাতা-অভিনয়শিল্পীরাও আছেন নিরব ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :