May 20, 2024, 11:14 pm

কুয়াশায় ঢাকা!

রাশিদা-য়ে আশরার,কবি ও সাহিত্য সম্পাদক দৈনিক পদ্মা সংবাদ।।

চারিদিকে ধূসর কুয়াশা আবছা আঁধারে ঢাকা
নির্জন বনভূমি বিলীন প্রায়;
জনমানব শূন্য আঁকা- বাঁকা পথ গুলিতে সারিবদ্ধ,
বৃক্ষরাজি যেন ঠায় দাঁড়িয়ে আছে পথচারীর
অপেক্ষায়!
মাঝে মাঝে দু’একটা কাঠ ঠোকরা ঘোষণা
করছে নিজের অস্তিত্ব;
শীতে জড়োসড়ো ওরা বিবস্ত্র তবুও ক্লান্তিহীন!

নিস্তব্ধ প্রহর- যতদূর দৃষ্টি যায় কুয়াশাদের আগমন,
তারই মাঝে আমি হেঁটে চলছি উদ্দেশ্যহীন…
একা অজানা রহস্যের সন্ধানে,কি যেন ভাবনা
আবিষ্ট করে আমাকে,
হঠাৎ দেখি রাস্তার ধারে জীর্ণ কুটির এক টুকরো কাপড়ের আচ্ছাদনে কান ঢেকে;
অসহায় মানব মানবী অতি কষ্টে উত্তাপ নিচ্ছে
আমি নির্বাক চেয়ে থাকি অপলক দৃষ্টিতে-
বিন্দু বিন্দু ঘাম ঝরতে থাকে-আমি জ্বলতে থাকি
ওই খড়কুটোর সাথে!

আমি ঐ একটি ভিজে ঘর মেরামত করতে চাই,
ঐ একটি পরিবার আমার দেশের নিরন্ন মানুষের
সামাজিক চিত্র;
ওদেরকে উত্তাপ দিতে চাই- অতঃপর করবো গৃহ বাস, এই আমার দৃঢ় অঙ্গীকার!
২০২০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :