April 26, 2024, 10:38 am

চুয়াডাঙ্গার দর্শনা ছয়ঘরিয়া সীমান্তে ৩টি স্বর্ণের বার উদ্ধার

চুয়াডাঙ্গার দর্শনা থানার ছয়ঘরিয়া সীমান্তে ৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি-৬।

শুক্রবার দুপুর ১২টার দিকে সুলতানপুর বিওপির ছয়ঘরিয়া গ্রাম থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ সময় বিজিবি ধাওয়া করলে স্বর্ণ পাচারকারী পালিয়ে যান।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মো. জাহিদুর রহমান বলেন, সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের চালান পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ছয়ঘরিয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় বিজিবি সীমান্ত পিলার ৭৭/৬-আর হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘরিয়া গ্রামের বাকা মোড় এলাকায় রাস্তার পাশে অবস্থান নেয়। মোটরসাইকেলযোগে একজন ব্যক্তিকে বাকা মোড় এলাকা দিয়ে ঝাঝাডাঙ্গা হয়ে সীমান্ত অভিমুখে যেতে দেখলে সন্দেহ হয়। পরে বিজিবির সশস্ত্র টহলদল ধাওয়া করলে আরোহী মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যান।

পরবর্তীতে মোটরসাইকেলটি তল্লাশি করলে তেলের ট্যাংকির ভেতরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৮১৭ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়।

এ ঘটনায় সুলতান ক্যাম্পের নায়েব সু্বেদার বাদি হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছে। আটককৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :