April 18, 2024, 11:56 pm

চুয়াডাঙ্গায় দেশের তরুণ কৃষি উদ্যোক্তাদের দু'দিনব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

মোঃপলাশ উদ্দীন,
চুয়াডাঙ্গা প্রতিনিধি (১৯-০৯-২০)
চুয়াডাঙ্গায় দেশের তরুণ কৃষি উদ্যোক্তাদের দু’দিনব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মশালা শুরু হয়েছে।
গত শুক্রবার সকাল ১০টায় দামুড়হুদার মেহেরুন পার্কে এ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম এ রহিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. হামিদুর রহমান। অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালক ড. মেহেদি মাসুদ ও ইউটিউব চ্যানেল “কৃষি বায়োস্কোপে”র পরিচালক সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তালহা জুবাইর মাসরুর। কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল “কৃষি বায়োস্কোপ” এ কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে দেশের ৩০টি জেলা থেকে ৪০ জন কৃষি উদ্যোক্তা অংশ নিয়েছেন । এই কর্মশালা আজ শনিবার বিকাল নাগাত শেষ হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :