April 24, 2024, 7:41 am

ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর আজ মাটিচাপা অবস্থায় লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধিঃ
শৈলকুপায় ধান পাহারা দিতে গিয়ে ৭ দিন ধরে নিখোঁজে পর আজ সকালে মাটিচাপা অবস্থায় রিপনের (২৮) লাশ পাওয়া গেছে।পারিবারিক সূত্রে জানাগেছে গত ৭দিন আগে রাতে বাড়ির পাশেই জমিতে কেটে রাখা ধান পাহারা দিতে যায় নিহত রিপন। সারা রাত বাড়িতে না ফিরে না আসায় সকালে খুজতে যায় বাড়ির লোকজন সেখানে তারা দেখতে পাই জমিতেই পড়ে ছিল নিহত রিপনের ব্যবহৃত মোবাইল ও গায়ের চাদর। এ ঘটনায় শৈলকূপা থানায় পরিবারের পক্ষ থেকে একটি জিডি করা হয় কিন্তু তার কোনো হদিস করতে পারেনি পুলিশ। আজ সকালে ঝিনাইদহের শৈলকূপার নিত্যানন্দনপুর ইউনিয়নের চর রুপদা গ্রামে আজ সকালে মাটিচাপা অবস্থায় রিপনের লাশের সন্ধান পাওয়া যায়। কৃষক রিপন চর রুপদা গ্রামের মৃত আব্দুল বারিক বিশ্বাসের ছেলে। উপজেলার পদ্মনগর গ্রামের নজরুল ইসলাম জানান, তার শ্যালক রিপন দীর্ঘদিন মালেয়েশিয়া প্রবাসী ছিলেন। দেড় বছর আগে তিনি বাড়ি ফিরে নিজ জমিতে কৃষি কাজে নিয়োজিত হন। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পার্শ্ববর্তী জমিতে কেটে রাখা ধান পাহারা দিতে যান রিপন। এর পর বাড়ি ফেরেননি তিনি। পরে তার জমি থেকে মোবাইল ফোন ও চাদর উদ্ধার করেন স্বজনরা। উক্ত ঘটনার বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান আজ সকালে লোক মারফত মাটিচাপা অবস্থায় একজনের লাশের বিষয়ে জানতে পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহে পাঠানো হয়েছে যেহেতু নিহতের বিষয়ে আগে থেকেই শৈলকূপা থানায় পরিবারের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছিল তারই সূত্র ধরে দু এক দিনের ভিতরে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :