April 18, 2024, 7:46 pm

দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে ১৩ নেতাকর্মী আওয়ামী লীগ থেকে বহিষ্কার

অনলাইন ডেস্ক।
দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে ১৩ নেতাকর্মী আওয়ামী লীগ থেকে বহিষ্কার
সাগরকন্যা খ্যাত পর্যটন কেন্দ্র কুয়াকাটা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের কতিপয় নেতা-কর্মী স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নেয়ায় ১৩ জন নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার রাতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক কুয়াকাটার লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগ ও কুয়াকাটা পৌর আওয়ামী লীগ স্বাক্ষরিত স্বারক নং দ.সে/২০/২০ এবং দ.সে /২০/২০/০১ এ বহিষ্কারাদেশ দেয়া হয়।
বহিষ্কৃতরা হলেন মো.আবুল হোসেন কাজী, নজরুল ইসলাম ফকির, আবু সাইদ ফকির, সেকেন্দার মাঝি, আবদুল মান্নান বেপারী, আবদুর রব মাঝি, আবদুল হক মাঝি, রমজান আলী বিশ্বাস, এম.এ বারী আজাদ, আবু হানিফ, সগির মোল্লা, খোকন বিশ্বাস, আলী হায়দার।
এ ব্যাপারে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার সাংবাদিকদের জানান, দলীয় শৃংখলা ভঙ্গ করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নেয়ায় তাদের সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :