April 26, 2024, 10:23 pm

দেশে করোনা ভাইরাস শনাক্ত ২২৪১ জন

দেশে সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ২৪১ জনের। তবে এই সময়ে করোনায় নতুন কারো মৃত্যু হয়নি। এতে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৭১ হাজার ৬০২ জনে। করোনায় মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১৪৫ জনই অপরিবর্তিত রয়েছে।

বুধবার (২৯ মে) বিকেলে বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ৯১২টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৭১২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ২৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫২ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে ১৯ লাখ সাত হাজার ২১৯ জন রোগী সুস্থ হয়েছেন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :