April 19, 2024, 5:56 am

ধর্ষণ রোধে থানায় থানায় পুলিশের কুইক রেসপন্স টিম

অনলাইন ডেস্ক ।।
সারা দেশে ধর্ষণ, নারী নির্যাতন ও কিশোর গ্যাং প্রতিরোধে কুইক রেসপন্স টিম গঠন করছে পুলিশ। এরইমধ্যে অনেক মেট্রোপলিটন এলাকা ও জেলা শহরে একজন উপ-পরিদর্শকের (এসআই) নেতৃত্বে এ টিম কাজ শুরু করেছে। রাজধানী ঢাকাতে মেট্রোপলিটন এলাকার ৫০টি থানায় কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। এসব টিমের প্রধান করা হয়েছে থানার ওসি-তদন্তকে।এর আগে গত সপ্তাহে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম কুইক রেসপন্স টিম গঠন করতে সংশ্লিষ্ট জোনের ডিসিদের নির্দেশ দেন।এবিষয়ে বুধবার রাজধানীর মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের টিমটি বিভিন্ন পাড়া-মহল্লায় টহল দিচ্ছে। বিশেষ করে, গোপন সংবাদের ভিত্তিতে এ টিম তাৎক্ষণিকভাবে কাজ করছে।’শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘কুইক রেসপন্স টিমের তৎপরতায় এলাকায় ধর্ষণের মতো জঘন্য অপরাধ কমবে। জনগণকে এ বিষয়ে সচেতন করা হচ্ছে।’জানা গেছে, শুধু রাজধান‌ীর এ দুই থানায় নয়, প্রতিটি থানায় কুইক রেসপন্স টিম কাজ করছে। এর পাশাপাশি তেজগাঁওয়ের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের (ভিকটিম সাপোর্ট সেন্টার) অধীনে থাকবে একটি টিম। দুজন নারী পুলিশ সদস‌্যসহ ছয় সদস্য থাকবেন এ টিমে। ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধ এবং আইনি সহায়তায় ২৪ ঘণ্টাই কাজ করবেন তারা।ডিএমপির মুখপাত্র উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন বলেছেন, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনায় কুইক রেসপন্স টিম করা হয়েছে। ধর্ষণের পাশাপাশি কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধ করবেন এ টিমের সদস্যরা। সেজন্য সুনির্দিষ্ট গাইডলাইন দেওয়া হয়েছে। আশা করছি, সফলতা আসবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :