April 20, 2024, 4:48 am

নবী মুহাম্মদ (সা:)’র ব্যঙ্গাত্মক কার্টুন খ্রিস্টানদের জন্যও অপমানজনক : ফ্রেঞ্চ আর্চবিশপ

অনলাইন ডেস্ক।।
নবী মুহাম্মদ (সা:)’র ব্যঙ্গাত্মক কার্টুন খ্রিস্টানদের জন্যও অপমানজনক বলে ঘোষণা দিয়েছেন ফ্রান্সের তৌলোসি রবার্ট লি গলের আর্চবিশপ। তিনি বলেছেন, বাকস্বাধীনতার একটা সীমা আছে। নবী মুহাম্মদের (সা:) অবমাননা করে কার্টুনের পক্ষে যখন ফ্রান্স সরকার অবস্থান নিচ্ছেন তখন দেশটির আর্চবিশপ বলেন, মুসলমানদের মত আমাদের জন্যেও এটি সমান অবমাননাকর। -আল-আরাবি.ইউকে, ফ্রান্স ব্লিউ রেডিও, আরাবি টুয়েন্টি ওয়ান
আর্চবিশপ সতর্ক করে বলেন এধরনের আক্রমণাত্মক কার্টুনের বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। ফ্রান্সের সঙ্গে মুসলিম বিশ্বের উত্তেজনা বৃদ্ধি করতে পারে। এধরনের কার্টুন প্রকশা থেকে বিরত থাকার আহবান জানান আর্চবিশপ। ভবিষ্যতে এধরনের কার্টুন যাতে প্রকাশ না হয় সে বিষয়টি নিয়ে ফ্রান্স সরকারকে ভাবতে হবে। কারণ এটি মুসলমান ও খ্রিস্টান উভয় ধর্ম অনুসারীদের জন্যে অপমানজনক। কারণ আমাদের বুঝতে হবে অন্যের ধর্মকে অপমান করার কোনো অধিকার নেই। ফ্রান্সে নবী মুহাম্মদকে (সা:) নিয়ে অবমাননাকর কার্টুনের নিন্দা জানিয়েছে তুরস্ক, লেবানন, পাকিস্তান, ইরান সহ বিভিন্ন মুসলিম দেশ। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রতিপক্ষ জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনে জিতলে ফ্রান্সের মত সন্ত্রাসী ঘটনা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ঘটতে থাকবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :