April 24, 2024, 10:57 am

নরসিংদীতে ট্রাকচাপায় সিএনজির তিন যাত্রী নিহত

অনলাইন ডেস্ক।
নরসিংদীর মনোহরদীতে ট্রাকচাপায় একটি সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই যাত্রী।
শনিবার দুপুরে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিন জন হলেন, কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার বুড্ডা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো. মামুন (৩০), নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর গ্রামের কামাল উদ্দিনের স্ত্রী আছিয়া বেগম (৬০) ও নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকার মোসলেম উদ্দিনের স্ত্রী আলেয়া বেগম (৬০)।
পুলিশ জানায়, শনিবার দুপুরে মাটিভর্তি একটি ট্রাক মনোহরদী থেকে বেপরোয়া গতিতে চালাকচরের দিকে যাচ্ছিল। ট্রাকটি কোনাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মো. মামুন মারা যান।
এ সময় অপর চার যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় লোকজন।
পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় আছিয়া বেগম ও আলেয়া বেগম মারা যান।
দুর্ঘটনায় আহত অপর দু’জন আলামীন (৪০) ও শহিদুল ইসলামকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরই চালক ট্রাকটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
ট্রাকটি শনাক্তে করার চেষ্টা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :