April 19, 2024, 3:31 pm

নির্বাচন বর্জন করেও ১১ ভোটে বিজয়ী রফিকুল ইসলাম

অনলাইন ডেস্ক।।
নির্বাচন বর্জন করেও ১১ ভোটে জিতলেন রফিকুল ইসলাম
ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম। শনিবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলা নির্বাচন অফিসে লিখিতভাবে অভিযোগ দিয়ে তিনি নির্বাচন বর্জন ও পুনরায় তফসিল ঘোষণার দাবি জানান। তিনি ওই ওয়ার্ডের স্বতন্ত্র প্রার্থী।
ভোট কারচুপির অভিযোগ এনে সাতক্ষীরা কলারোয়া পৌরসভা নির্বাচন বর্জন ঘোষণা দিয়ে ১১ ভোটে জয়ী হয়েছেন এক কাউন্সিলর প্রার্থী।
শনিবার (৩০ জানুয়ারি) রাতে সাতক্ষীরার রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশনের বেসরকারি ঘোষিত ফলাফল মোতাবেক কলারোয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মো. রফিকুল ইসলাম উটপাখি প্রতীক নিয়ে ৬০৬ ভোট পেয়ে জয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এনায়েত উল্যা খান ডালিম প্রতীকে ৫৯৫ ভোট পেয়েছেন।
এর আগে নির্বাচন চলাকালে বেলা ১১টার দিকে সাংবাদিকদের সামনে উটপাখি প্রতীক নিয়ে কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম ডালিম প্রতীকের এএসএম এনায়েত উল্লা খানের বিরুদ্ধে জোরপূর্বক ভোট কেটে নেওয়ার অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন। এবং নির্বাচন বর্জনকারী কাউন্সিলর প্রার্থী মো. রফিকুল ইসলামসহকারি রিটার্নিং অফিসার মনোরঞ্জন বিশ্বাসের কাছে লিখিতভাবে অনিয়মের অভিযোগ এনে পুনঃনির্বাচনের দাবি জানান।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :