April 19, 2024, 11:58 am

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে কিছুটা কমেছে জ্বালানি তেলের দাম। সোমবার (৬ মার্চ) অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৩ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৮৫ ডলার ৩০ সেন্ট হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৭৯ ডলার ২১ সেন্টে লেনদেন হচ্ছে।

তেল বাজার বিশ্লেষণী প্রতিষ্ঠান ভান্দা ইনসাইটসের প্রতিষ্ঠাতা বন্দনা হরি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের উচ্চমাত্রায় সুদের হার বাড়ানোর মধ্যেও চীনের চাহিদা বাড়ায় জ্বালানি তেলের দাম বেড়েছিল।

তবে গত রবিবার প্রকাশিত চীনের সরকারি এক হিসাবে জানা যায়, গত বছর চীনের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ দশমিক ৫ শতাংশ ছিল, সেখানে এ বছর তা কমে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। যদিও গত বছর জিডিপি বেড়েছে মাত্র ৩ শতাংশ। ফলে স্বাভাবিকভাবেই দেশটির জ্বালানি তেলের চাহিদা কমবে।

যদিও যুক্তরাষ্ট্রের ইউবিএস ইনভেস্টমেন্ট ব্যাংকের বিশ্লেষকরা ২০২৩ সালের জন্য চীনের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ৫ দশমিক ৪ শতাংশ এবং ২০২৪ সালের জন্য ৫ দশমিক ২ শতাংশে উন্নীত করেছেন।

উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম আমদানিকারক দেশগুলোর চাহিদার ওপর ভিত্তি করেই বেশিরভাগ সময় দাম ওঠানামা করে। জ্বালানি তেলের বাজারে দ্বিতীয় বৃহত্তম ক্রেতা দেশ চীন। করোনার কঠোর লকডাউন শিথিল করায় চাঙ্গা হয়েছিল আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার। তবে চলতি বছরে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। ফলে কমেছে দেশটির জ্বালানি তেলের চাহিদাও। একই সঙ্গে আরেক বৃহত্তর অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বাড়ানোর গুঞ্জনে সোমবার বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম।

সূত্র : রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :