April 20, 2024, 3:02 pm

বিশ্রুত স্মৃতি

রাশিদা-য়ে আশরার।
ইচ্ছে করে আর একটি বার ফিরে যায়
সেই কৈশোরে…
জমকালো আকাশের ঝঞ্ঝার রাত্রি ;
বিদ্যুৎ তরঙ্গে কেড়ে নিতে চাই প্রাণ!
অদম্য উৎসাহে গুটিসুটি পায়ে এগিয়ে চলা
অতি সন্তর্পনে -ফজলি আম গাছটার দিকে!
কখনো কোচা ভর্তি আম,কখনো মুখ
এবং হাত ভর্তি বরফ;
অদূরে শিমুল গাছে হুতুম পেঁচার ডাক
মাঝে মাঝে দু ‘একটি কাঠ ঠোকরা নিজের
অস্তিত্ব ঘোষণা করছে-
বিচিত্র সেই অনুভূতি ; হিমশীতল সেই প্রকৃতি
আজ নেয় …
কেড়ে নিয়েছে নিয়তি !
কোন এক ঘূর্ণিঝড় মুছে দিক নিষ্ঠুর সময়
পুনর্জন্ম হোক,
মুক্ত বিহঙ্গের ন্যায় অবারিত স্বপ্ন রঙিন দিন ;
যেখানে লুটোপুটি করে গঙ্গা ফড়িং,
বিশ্বাসের ভেলায় চোড়ে বাঁধে খেলাঘর শঙ্খচিল
আর নীল প্রজাপতি ।
ইচ্ছে করে আর একটি বার ফিরে যায় সেই
কৈশোরে…
গোল্লাছুট আর কানামাছি-একঘেয়েমি কাটাতে
পুতুল বিয়ে আর চড়ুইভাতি
বিচিত্র সেই অনুভূতি আজ নেই !
কেড়ে নিয়েছে নিষ্ঠুর নিয়তি ;
ইচ্ছে করে আর একটি বার, ফিরে যায় সেই কৈশোরে …
বিশ্রুত‌ স্মৃতি
২০০২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :