May 18, 2024, 4:50 pm

যে ভুল করবেন না চেক লেখার সময়! অন্যথায় সর্বস্বান্ত হতে পারেন

এক্সক্লুসিভ ডেস্ক : টাকার লেনদেনের জন্য যে জিনিসটি সব থেকে বেশি বিশ্বাসযোগ্য এবং নিরাপদ বলে মনে করা হয়, সেটি হল চেক। যতই নিরাপদ হোক, চেক সই করে কাউকে দেওয়ার সময়ে কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। না হলে সেই চেক বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে।

• যাকে টাকা দেবেন তার নাম চেক-এ লিখতে হয়। কিন্তু সেই নাম লেখার সময়েও খুব সাবধানতা বজায় রাখা উচিত। ধরুন অমিত রায় নামক কারোর নাম লিখলেন। নাম ও পদবীর মধ্যে বুঝে ফাঁকা জায়গা রাখুন। না হলে অমিতকে অমিতা বানিয়ে ফেলতে খুব একটা সমস্যা হবে না। এই ধরনের জালিয়াতি থেকে বাঁচতে, যাকে টাকা দিচ্ছেন তার নামের পাশে তার অ্যাকাউন্ট নম্বরটিও যুক্ত করে দিন।

• যাকে টাকা দেবেন তার নাম লেখা হলে, তার নামের পাশে একটি লাইন টেনে দিন।

• ‘বেয়ারার চেক’ কাউকে দিলে অবশ্যই ‘বেয়ারার’ অপশনে টিক দিয়ে দিন। ধরুন আপনি কারোকে ‘বেয়ারার চেক’ দিচ্ছেন, যদি সেই চেক-এ যদি ‘বেয়ারার’ অপশনে টিক না দেন তা হলে ওই চেক থেকে যে কেউ টাকা তুলে নিতে পারবেন।

• চেকের উপরে লিখে দিন এসি-পেয়ি। তা হলে যাকে চেক দিচ্ছেন, শুধু তার অ্যাকাউন্ট থেকেই ওই চেক ভাঙানো যাবে।

• চেক-এর অ্যামাউন্ট বসানোর পরে অবশ্যই ‘/-‘ এই চিহ্ন দেবেন। তাতে কোনও ভাবেই অতিরিক্ত কোনও সংখ্যা বসিয়ে কেউ জালিয়াতি করতে পারবেন না। প্রতিটি সংখ্যার মধ্যে যেন কোনও ফাঁকা জায়গা না থাকে।

• ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময়ে যে স্বাক্ষর করছেন, সেই স্বাক্ষরটিই চেক দেওয়ার সময়ে করবেন। আপনি যদি কোনও কোম্পানির হয়ে টাকা দেন, তাহলে কোম্পানির সিলের ছাপ দিয়ে দিন।

• চেক-এ যদি ভুল কিছু লিখে থাকেন, তাহলে সেই ভুল লেখার উপরে বা নিচে স্বাক্ষর করে দিন।

• অনেক সময়েই অনেক চেক বাতিল হয়ে যায়। সেই ক্ষেত্রে চেকটি ছিঁড়ে ফেলুন। আর না হলে চেকটিতে ‘ক্যানসেলড’ লিখে দিন।

0 0 0 0
Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।

You Might Also Like
Girl refused to take care of her grandfather – when he died he taught her a lesson
Girl refused to take care of her grandfather – when he died he taught her a lesson
loansocieties.com
[Photos] Confirmed: This is The Deadliest Snake on Earth
[Photos] Confirmed: This is The Deadliest Snake on Earth
Articlesvally
Puppy gets returned for 11th time to the same shelter, then staff realizes what’s going on
Puppy gets returned for 11th time to the same shelter, then staff realizes what’s going on
loansocieties.com
Recommended by

এর আরো খবর »
যে ভুল করবেন না চেক লেখার সময়! অন্যথায় সর্বস্বান্ত হতে পারেন
যে-ভুল-করবেন-না-চেক-লেখার-সময়–অন্যথায়-সর্বস্বান্ত-হতে-পারেন
পেঁপে পাতা দিয়ে শিং মাছ মুহুর্তেই হবে একদম পরিষ্কার
পেঁপে-পাতা-দিয়ে-শিং-মাছ-মুহুর্তেই-হবে-একদম-পরিষ্কার
নিজের এই ৭ টি বিষয়ে ভুলেও কখনো কাউকে বলবেন না
নিজের-এই-৭-টি-বিষয়ে-ভুলেও-কখনো-কাউকে-বলবেন-না

১০টি সুঅভ্যাস গড়ে তুললে পুরুষেরা সহজে সুখী হবেন
১০টি-সুঅভ্যাস-গড়ে-তুললে-পুরুষেরা-সহজে-সুখী-হবেন
৭টি কাজ ভুলেও করবেন না সকালে ঘুম থেকে উঠে
৭টি-কাজ-ভুলেও-করবেন-না-সকালে-ঘুম-থেকে-উঠে
রাতে দেরি করে খেলে কী হয়, জানেন?
রাতে-দেরি-করে-খেলে-কী-হয়-জানেন-

সর্বাধিক পঠিত
স্বর্ণের দাম একলাফে যত কমলো!

৩-৫, ব্রাজিল-আর্জেন্টিনা

রমজানের আগে পেঁয়াজ-চিনি রপ্তানি; যা জানাল ভারত

হঠাৎ পেঁয়াজের দাম এক রাতের ব্যবধানে যত হলো

Phone : +88-016-20227264
Email For The News : mtnews01@gmail.com
Copyright © 2013 – 2023 MTnews24. ALL Rights Reserved.
Contact UsAbout UsPrivacy PolicyDMCA
rssfb pagetwitter
menulogohome এক্সক্লুসিভ জাতীয়আন্তর্জাতিকবিচিত্র জগৎখেলাধুলাইসলামবিনোদনপ্রবাস SUBSCRIBE ফলো করুন
বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:৪৭:২৮
যে ভুল করবেন না চেক লেখার সময়! অন্যথায় সর্বস্বান্ত হতে পারেন

যে ভুল করবেন না চেক লেখার সময়! অন্যথায় সর্বস্বান্ত হতে পারেন

Pause

Unmute
Remaining Time -10:00

Close PlayerUnibots.com
এক্সক্লুসিভ ডেস্ক : টাকার লেনদেনের জন্য যে জিনিসটি সব থেকে বেশি বিশ্বাসযোগ্য এবং নিরাপদ বলে মনে করা হয়, সেটি হল চেক। যতই নিরাপদ হোক, চেক সই করে কাউকে দেওয়ার সময়ে কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। না হলে সেই চেক বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে।

• যাকে টাকা দেবেন তার নাম চেক-এ লিখতে হয়। কিন্তু সেই নাম লেখার সময়েও খুব সাবধানতা বজায় রাখা উচিত। ধরুন অমিত রায় নামক কারোর নাম লিখলেন। নাম ও পদবীর মধ্যে বুঝে ফাঁকা জায়গা রাখুন। না হলে অমিতকে অমিতা বানিয়ে ফেলতে খুব একটা সমস্যা হবে না। এই ধরনের জালিয়াতি থেকে বাঁচতে, যাকে টাকা দিচ্ছেন তার নামের পাশে তার অ্যাকাউন্ট নম্বরটিও যুক্ত করে দিন।

• যাকে টাকা দেবেন তার নাম লেখা হলে, তার নামের পাশে একটি লাইন টেনে দিন।

• ‘বেয়ারার চেক’ কাউকে দিলে অবশ্যই ‘বেয়ারার’ অপশনে টিক দিয়ে দিন। ধরুন আপনি কারোকে ‘বেয়ারার চেক’ দিচ্ছেন, যদি সেই চেক-এ যদি ‘বেয়ারার’ অপশনে টিক না দেন তা হলে ওই চেক থেকে যে কেউ টাকা তুলে নিতে পারবেন।

• চেকের উপরে লিখে দিন এসি-পেয়ি। তা হলে যাকে চেক দিচ্ছেন, শুধু তার অ্যাকাউন্ট থেকেই ওই চেক ভাঙানো যাবে।

• চেক-এর অ্যামাউন্ট বসানোর পরে অবশ্যই ‘/-‘ এই চিহ্ন দেবেন। তাতে কোনও ভাবেই অতিরিক্ত কোনও সংখ্যা বসিয়ে কেউ জালিয়াতি করতে পারবেন না। প্রতিটি সংখ্যার মধ্যে যেন কোনও ফাঁকা জায়গা না থাকে।

• ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময়ে যে স্বাক্ষর করছেন, সেই স্বাক্ষরটিই চেক দেওয়ার সময়ে করবেন। আপনি যদি কোনও কোম্পানির হয়ে টাকা দেন, তাহলে কোম্পানির সিলের ছাপ দিয়ে দিন।

• চেক-এ যদি ভুল কিছু লিখে থাকেন, তাহলে সেই ভুল লেখার উপরে বা নিচে স্বাক্ষর করে দিন।

• অনেক সময়েই অনেক চেক বাতিল হয়ে যায়। সেই ক্ষেত্রে চেকটি ছিঁড়ে ফেলুন। আর না হলে চেকটিতে ‘ক্যানসেলড’ লিখে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :