April 20, 2024, 4:58 pm

সাংবাদিকতার মূল্যবোধ

দৈনিক পদ্মা সংবাদ। একটি দেশ-বিদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল।

সাংবাদিক, একজন লেখক যা প্রতিদিন ঘটে যাওয়া নানাবিধ ঘটনার সত্যতা প্রমাণিত নিশ্চিত করে তারপর বিভিন্ন গণমাধ্যমের মধ্যে দিয়ে প্রকাশিত করে থাকেন আর এই পেশায় বুদ্ধি, শ্রমের পাশাপাশি জীবনের ঝুঁকি অনেক বেশি এককথায় ৯৯%।

একটি উদাহরণ হিসেবে সদ্য ঘটে যাওয়া ডেমরায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে আগামীকাল সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন। সাংবাদিকদের উপস্থিতি কামনা করছি।

যারা জীবনের এত ঝুকি নিয়ে প্রতি নিয়মিত লিখেছেন দেশের খুদ্র মেঠো গ্রাম থেকে শহরের নানাবিধ সংবাদ।
মহা ক্রান্তি লগ্নে কোরনার মহামারী পরিস্থিতি থামাতে পারেনি লেখকের “কলম” দেশের রাজনৈতিক দলগুলোর অস্থিরতা বিরাজের মাঝেও নিজ কর্মকেই জীবনের মায়া ত্যাগ করে প্রতি নিয়মিত লিখেছেন পৌঁছে দিয়েছেন দেশ থেকে বিদেশ।

এত বড় জীবনের ঝুঁকি নিয়ে যারা কাজ করে আজ তাদের হতে হচ্ছে লাঞ্চিত, অপমানিত- ঝরানো হচ্ছে শরিরের তাজা রক্ত।
মানবতার আর বিবেকের রাস্তাটা ঘুমিয়ে আছে অদুরের অজানা এক দেশে।

এমতাবস্থায় নির্যাতিত, নিপীড়ন মাঝে চলতে থাকলে কোন এক সময় থেমে যাবে এই “কলম”

আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দেশের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে “কলম” হাতিয়ার হিসেবে কাজ করে যাচ্ছে।সমাজের কালোজামা পরা জনগোষ্ঠীর কুকর্মের কথা লিখলেই হতে হচ্ছে লাঞ্চিত।

এ দেশ জাতির আগামী সুন্দর ও মাদকমুক্ত সমাজ,অন্যায়, অবিচার নির্মুল ও দেশের উজ্জ্বল ভবিষ্যতের আগামী দিন গুলো যাতে আরও সুন্দর সমৃদ্ধি মাঝে বিকাশিত হয় এই দেশ, জাতি। তাই সর্বস্তরের গণকর্মীদের সুনিশ্চিত নিরাপত্তার বিষয়টি প্রদানের মাধ্যমে আমাদের এই মানববন্ধন কর্মসূচি বাস্তবায়ন গুলো দেশের সরকার প্রধান গণের সুদৃষ্টি কামনা করছি।

শেখ ইব্রাহিম হোসেন।
বার্তা-সম্পাদক, দৈনিক পদ্মা সংবাদ।
www.padmasangbad.com
ফোন : +৮৮০১৯৩০৮৫৬৯১৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :