অনলাইন ডেস্ক : প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনার বিরুদ্ধে লড়তে হবে। সেই সঙ্গে জারী থাকবে শিল্পীর শিল্প চর্চা ও মানুষের পাশে দাঁড়ানোর কর্মযজ্ঞ। করোনা আবহের মাঝেও থেমে নেই সংস্কৃতির শহর বালুরঘাটের শিল্পচর্চা। শহরের “আতস শিল্পগোষ্ঠী”র শিল্পীদের পরিচালিত FLOW – 2020 নামক অনলাইন ছবির মেলা শুরু হয়েছে । যার অন্যতম প্রধান লক্ষ্যই হলো দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। ইতিমধ্যেই অনলাইনের মাধ্যমে এই প্রদর্শনী দেশে বিদেশে সারা ফেলে দিয়েছে। আতসের কর্মকর্তা নেপাল দাস জানান ‘ পুজোর আগে দুঃস্থ ও অভাবী মানুষদের কাছে পুজোর আনন্দ পৌঁছে দিতে, সেই সঙ্গে করোনা আবহের এই কঠিন সময়ে শিল্পীদের পাশে থাকতে তাঁদের এই উদ্যোগ।অনলাইনে এই ছবি মেলায় ছবি বিক্রি করে যে অর্থ সংগ্রহ হবে তার ৫০ শতাংশ পাবেন শিল্পী এবং বাকি ৫০ শতাংশ সরাসরি পৌঁছে যাবে দুঃস্থ ও অভাবী মানুষদের কাছে। করোনা পরিস্থিতিতে একসঙ্গে সম্মিলিতভাবে প্রদর্শনী করা সম্ভব না হওয়ায় অনলাইনেই আতসের তরফে এই চিত্র প্রদর্শনীর আয়োজন। ৮ দিনের এই ছবির মেলা শুরু ২৭ সেপ্টেম্বর থেকে। চলবে আগামী ৪ অক্টোবর পর্যন্ত।ভারত ও বাংলাদেশের মিলিয়ে মোট ৮৩ জন শিল্পী তাঁদের অনবদ্য ২২১ টি শিল্পকর্ম নিয়ে FLOW-2020 নামক অনলাইন মেলায় অংশ নিয়েছেন। এবারে তাঁদের এই প্রদর্শনী দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো।
আমন্ত্রিত অতিথি শিল্পীদের মধ্যে রয়েছেন ভারতের মৃণালকান্তি গায়েন বিজয় বিসওয়াল, বিক্রান্ত সীতলে, রঘুনাথ সাহু, অতুল পানাসে। বাংলাদেশের মাইক্রো আর্ট শিল্পী খলিফা পলাশ।বালুরঘাটের সরোজ সরকার ,বিশ্বনাথ মোহান্ত মৃণাল চক্রবর্তী, তাপস রায়, কৃষ্ণপদ মন্ডল সহ অনেকেই। শিল্পী ও শিল্পকর্মকে টিকিয়ে রাখতে হলে বিভিন্ন প্রদর্শনীতে ছবি দেখার পাশাপাশি ছবি কেনার মানসিকতা তৈরি করাটা অত্যন্ত জরুরী। এবারের প্রদর্শনীর শুরুর দিন থেকে এই পর্যন্ত ২১ টি ছবি ইতিমধ্যেই বিক্রি হয়েছে বলেও শিল্পী নেপাল দাস জানিয়েছেন।।
Leave a Reply