May 7, 2024, 7:52 pm

চুয়াডাঙ্গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে ; বেড়েছে শীতের তীব্রতা

চুয়াডাঙ্গায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। আজ বুধবার বিকেল থেকে জেলার সবখানে ঝিরিঝিরি বৃষ্টি নামে।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্বেক্ষনাগারের ইনচার্জ মো. জামিনুর রহমান জানান, চুয়াডাঙ্গায় গুড়ি গুড়ি বৃষ্টি বিকেল ৩ টা ২০ মিনিট থেকে শুরু হয়েছে এবং এখনো চলমান আছে। সন্ধ্যা ৬ টা পযর্ন্ত ০.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা নেই।

তাপমাত্রা কিছুটা বেড়েছে চুয়াডাঙ্গায়। তবে কমেনি শীতের তীব্রতা। কনকনে ঠান্ডায় হাঁড় কাঁপানো শীত। বৃষ্টির সাথে মৃদু শৈত্য প্রবাহের শীতল বাতাসে বাড়িয়ে দিচ্ছে শীতের তীব্রতা।

শীতের দাপটে জনজীবনের দুর্ভোগ কমেনি একটুও। দুপুর পর্যন্ত আকাশে সুর্য ছিল ,তবে তার উত্তাপ ছিলনা ।

বুধবার তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে থাকায় জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ক্লাশ বন্ধ রাখা হয়।

গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) চুয়াডাঙ্গায় ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৬। যা ছিল দেশের সর্বনিম্ন। আজ বুধবার তাপমাত্রা একটু বেড়েছে।

আজ বুধবার (২৪ জানুয়ারি) সকাল ছয়টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৬%।এরপর সকাল ৯ টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.০° ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৫%।

এদিকে তীব্র শীত আর কুয়াশায় মানুষ ও পশু-পাখির রোগ-বালাই বাড়ছে। ঠান্ডাজনিত রোগীতে ঠাসা রয়েছে জেলার হাসপাতালগুলো।

তীব্র শীতে ক্ষতিগ্রস্থ হচ্ছে সবজি প্রধান এ জেলার সবজি ক্ষেতগুলো। সব মিলিয়ে মাঘের শীতে নিদারুন কষ্টে পড়েছে দেশের দক্ষিন-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গার মানুষ, পরিবেশ ও প্রানীকুল।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :