May 3, 2024, 1:44 pm

ঢাকা-মাওয়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

ঢাকা-মাওয়া মহাসড়কের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়। এ সময় বেশ কয়েকজন আহত হয়।
বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ষোলঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহত ছয়জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত অবশিষ্টদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
মুন্সিগঞ্জের পুলিশ সুপার বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনা কবলিত বাস-ট্রাককে রেকার দিয়ে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
এদিকে আজ সকালে সাভারের আশুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ঈদে ঘরে ফেরা যাত্রী নিয়ে একটি বাস খাদে পড়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অল্পের জন্য বেঁচে গেছেন ঈদে ঘরমুখী মানুষ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল তিন রাস্তার মোড়ে বিএনসিসি’র শাখা সড়কের সামনে এ ঘটনা ঘটে। সড়কে যানবাহনেরও যাত্রীর চাপ না থাকলেও দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।
দুর্ঘটনার কবলিত বাসের যাত্রীরা জানান, ৪২ জন যাত্রী নিয়ে ঢাকা এক্সপ্রেস নামের বাসটি সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হয়। সড়ক ফাঁকা থাকলেও বাসটি বাইপাইল মোড়ের একটু আগেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় কেউ আহত হয়নি।
আশুলিয়া বাইপাল ট্রাফিক বক্সের ট্রাফিক ইনচার্জ (টিআই) জাহিদুর রহমান বলেন, বাসটি দ্রুতগতিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক দিয়ে চন্দ্রার দিকে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিএনসিসি’র শাখা সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে কেউ আহত বা নিহত হয়নি। আমরা বাসটি রেকার দিয়ে উদ্ধার করেছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :