April 25, 2024, 12:54 pm

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সমাহিত হলেন মওদুদ

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর কৃতি সন্তান, বরেণ্য রাজনীতিবিদ, সাবেক প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের নিজ গ্রামের বাড়ীর পারিবারিক কবরস্থানে সমাহিত হলেন। শুক্রবার (১৯ মার্চ) প্রথমে হেলিকপ্টার যোগে মরহুমের মরদেহ কবিরহাট এসে পৌঁছলে, কবিরহাট সরকারী কলেজ মাঠে মরহুমের তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় জানাজায় অংশ নেন, নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধরী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো.শাহজাহান, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কেন্দ্রীয় বিএনপির সদস্য তাবিথ আউয়াল, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহিম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, কবিরহাট পৌরসভা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জুসহ দলীয় নেতাকর্মি ও সর্বস্তরের জনগণ।
পরে বিকেল ৪ টায় বসুরহাট সরকারি কলেজ মাঠে মরহুমের মরদেহ এসে পৌঁছলে সেখানে মরহুমের প্রতি রাষ্ট্রীয় সন্মাননা জানানো হয় এবং সেখানে মরহুমের চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। উক্ত জানাজার নামাজে বসুরহাট পৌর মেয়র মির্জা কাদের সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
পরে সর্বশেষ বিকেল ৫ টা ৩০ মিনিটে মানিকপুরের নিজ বাড়ীর দরজায় জানাজা শেষে বাবা-মায়ের কবরের পাশে মরহুমকে সমাহিত করা হয়।
উল্লেখ্য, এর আগে, রাজধানীতে মরহুমের দুই দফা জানাজা অনুষ্ঠিত হয়। এদিকে মওদুদ আহমদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলমত নির্বিশেষে তার নির্বাচনী এলাকা, নোয়াখালীর কোম্পানীগঞ্জের মানুষ শোকাহত হয়ে পড়ে। প্রিয় নেতার মৃত্যু যেন তারা কোনভাবেই মেনে নিতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :