April 24, 2024, 2:33 am

বাংলাদেশ সকল ধর্মের মানুষের জন্য একটি সম্প্রীতির দেশ : হানিফ

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বাংলাদেশ সকল ধর্মের মানুষের জন্য একটি সম্প্রীতির দেশ। এখানে সকলেই তাদের নিজের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে।
আজ মঙ্গলবার কুষ্টিয়া কেন্দ্রীয় গোপীনাথ জিউর মন্দিরে শারদীয় দুর্গোৎসবের সপ্তমীতে তিনি নগদ অর্থ ও উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, কেননা বর্তমান সরকার বিশ্বাস করে ধর্ম যার যার উৎসব সবার। শেখ হাসিনা দেশে সকল ধর্মের মানুষের জন্য একটি সৌহাদ্র পুর্ণ বন্ধন তৈরি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কোন প্রকার সাম্প্রদায়িক উসকানিমুলক কর্মকান্ডকে প্রশ্রয় দেয়া হবেনা বলে তিনি হুসিয়ারি উচ্চারণ করেন।
জেলা পূর্জা উদযাপন কমিটির সভাপতি এ্যাডভোকেট অনুপ কুমার নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী প্রমুখ বক্তব্য রাখেন। সভা শেষে বিভিন্ন পুজা কমিটির হাতে নগদ অর্থ ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :