April 23, 2024, 1:45 pm

বাহুকা কলেজ ও কারিগরি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা

মিজানুর রহমান মিনু, কাজিপুর, সিরাজগঞ্জ, প্রতিনিধি।।
সিরাজগঞ্জের প্রস্তাবিত মনসুর নগর থানার ১নং রতনকান্দি ইউনিয়ননের বাহুকা কলেজ ও বাহুকা কারিগরি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (১৩আগষ্ট) দুপুর ১২টায় বাহুকা কলেজের হল রুমে রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম জুরানের সভাপতিত্বে, জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদ রানা তালুকদারের সঞ্চালনায় উক্ত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ১ সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
বাংগালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার বর্গ, জাতীয় চার নেতা, জাতীয় চার নেতার অন্যতম জাতীয় নেতা শহীদ এম মনসুর আলী, জাতীয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখ পাত্র, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চান।
তিনি আরও বলেন আমার দাদা শহীদ এম মনসুর আলী যে ভাবে সিরাজগঞ্জের মানুষের সুখ দুঃখের সাথী হয়ে সারাক্ষণ পাশে ছিলেন।
আমার বাবা মোহাম্মদ নাসিম মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত সিরাজগঞ্জের মানুষের সুখ দুঃখের সাথী হয়ে সারাক্ষণ পাশে ছিলেন।
বাবার অসম্পূর্ণ কাজ সম্পুর্ন করাই আমার লক্ষ্য, মোহাম্মদ নাসিম ছিলেন সিরাজগঞ্জের অভিভাবক।
আমি যেন বাবার মত মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত সিরাজগঞ্জের মানুষের সুখ দুঃখের সাথী হয়ে সারাক্ষণ পাশে থাকতে পাড়ি।
আপনার আমাকে বাবার অসম্পূর্ণ কাজ গুলো সম্পুর্ন করতে সহযোগিতা করবেন।
এসময় উপস্থিত ছিলেন,
বীর মুক্তিযোদ্ধা গাজী আমিনুল ইসলাম, কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, জেলা পরিষদের সদস্য ও প্রস্তাবিত মনসুর নগর থানা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক গোলাম রাব্বানী তালুকদার, গাজী আশরাফুল ইসলাম জগলু,
বাহুকা কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, বাহুকা কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান, রতনকান্দি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন।
রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন।
কাজিপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন,
রতনকান্দি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ ভুট্টো, যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মঞ্জুরুল ইসলাম।
ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম আবির, প্রচার সম্পাদক সুজন হুদা।
জেলা ছাত্র লীগের সহ সভাপতি ইখলাস তালুকদার, সহ সম্পাদক জুয়েল সামি, কাজিপুর উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার,
ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি আব্দুল আলীম খান, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম বাবু,সহ সকল নেত্রী বৃন্দ।
সকল নেত্রী বৃন্দের উপস্থিতিতে বাংগালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ, জাতীয় চার নেতার, অন্যতম জাতীয় নেতা শহীদ এম মনসুর আলী, সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আসাদুল ইসলাম।
দোয়া শেষে তবারক বিতরণের মাধ্যমে উক্ত আলোচনা ও মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :