April 20, 2024, 1:51 am

জয়পুরহাটে গাছে গাছে আমের গুটি

জেলার আমের গাছ গুলোতে ব্যাপক হারে আমের গুটি দেখা দেওয়ায় বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় কৃষকরা। আমের জন্য এ জেলা তেমন বিখ্যাত না হলেও স্থানীয় জাতের ’নাক ফজলী, আমরুপালি, গোপালভোগ আম বেশ জনপ্রিয়তা লাভ করেছে ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বাসস’কে জানায়, জেলায় চলতি ২০২২-২৩ মৌসুমে ৭ শ ৭৬ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে । এতে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০ হাজার মেট্রিক টন। এ ছাড়াও বে-সরকারি পর্যায়ে পাঁচ শতাধিক ছোট ছোট আমের বাগানও রয়েছে। স্থানীয় জাতের মধ্যে ’নাকফজলী’ সুবর্ণরেখা, সুরমাফজলী, ক্ষিরশাপাত, আ¤্রপালি, আশ্বিনা, গোপালভোগ, নেংড়া আম বেশ জনপ্রিয় । নাকফজলী আম কিছুটা লম্বাটে আকৃতির এ আমের মধ্যে বিচি থাকে ছোট। খেতেও বেশ সুস্বাদু এ আম । নাকফজলী আম ওঠা শুরু হলে চাহিদা বেশি থাকায় অল্প দিনের মধ্যে আমটি শেষ হয়ে যায়। নাকফজলি ছাড়াও আ¤্রপালি, গোপালভোগ আমের সঙ্গে নেঙ্গড়া আমের চাষ দিনদিন বৃদ্ধি পাচ্ছে বলে জানান জয়পুরহাট কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন। জয়পুরহাটের আমের গাছ গুলোতে দেশের অন্যান্য এলাকার মতো ব্যাপক হারে আমের গুটি আসায় আবহাওয়া অনুকূলে থাকলে আমের বাম্পার ফলনের আশা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :